সোমবার, ২৯ মে ২০২৩, ১১:৩১ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড. ইমদাদুল হক সেলিম বলেছেন, স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী হচ্ছে ইউনিয়ন পরিষদ। অনেক আশা-আকাঙ্খা নিয়ে জনগণ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনারা সংশ্লিষ্ট ওয়ার্ডের স্বীকৃতিপ্রাপ্ত এক নম্বর ব্যক্তি। কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি হিসেবে আমি আপনাদের কাছে ৩টি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা- প্রয়োজনে থানা অফিসার ইনচার্জের সহযোগিতা নিবেন, সকল ছেলে-মেয়েদের স্কুলগামী নিশ্চিত করতে হবে এবং আপনার ওয়ার্ডে কোন বাল্য বিবাহ হবে সেটি নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার অর্থনৈতিক মুক্তির যে ডাক দিয়েছেন সে যুদ্ধে সকলকে অংশ গ্রহণ করার আহ্বানও জানিয়েছেন এড. ইমদাদুল হক সেলিম।