বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:২২ পূর্বাহ্ন
লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে ঘূর্ণিঝড় দানিয়েলের কবলে পড়ে পড়ে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের বাড়ি রাজবাড়ী জেলায়। রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) জি এম আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
নিহত দুজন হলেন রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ধোপাকেল্লা গ্রামের সুজন খা (২৩) এবং একই উপজেলার হাবাসপুর গ্রামের শাহিন শেখ (৪০)।
এসপি বলেন, ‘গতকাল রাতে জানতে পেয়েছি, লিবিয়ায় ঘূর্ণিঝড় দানিয়েলের প্রভাবে সৃষ্ট ঝড়ে ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজবাড়ী জেলার দুজন রয়েছেন। পরে রাত ১০টায় মৃতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি যাচ্ছিলেন। তবে যাবার সময় ঝড়ের কবলে পড়ে তারা মারা যান।’
গত ১০ সেপ্টেম্বর রাতে লিবিয়ার ত্রিপলি শহর হতে ১ হাজার ৩৪০ কিলোমিটার দূরের শহর দারনায় ঘূর্ণিঝড় দানিয়েল আঘাত হানে। এতে লিবিয়ার বেনগাজী, আল-মারজ, শাহাত, আল-বাইদা এবং দারনা শহরে সবচেয়ে বেশি ক্ষয়-ক্ষতি হয়।