বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:২১ পূর্বাহ্ন

লাগাতার কর্মবিরতির হুমকি বিসিএস শিক্ষকদের

download-125ফুলবাড়িয়া নিউজ 24 ডটকম : বেতন বৈষম্য দূর করাসহ নানা দাবি আদায়ে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে সরকারি কলেজে লাগাতার কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

শুকবার বিকালে রাজধানীর নিউমার্কেটে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলায়তনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভা শেষে সংগঠনের সভাপতি প্রফেসর নাসরিন বেগম সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানান।

নাসরিন বেগম জানান, ‘২৫ জানুয়ারি পর্যন্ত আমরা দেখবো। যদি দাবি আদায় না হয় তাহলে ২৬ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত কর্মবিরতি ও স্ব স্ব ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট পালন করা হবে। এরপর আমরা ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করব।’

‘সে পর্যন্ত দাবি আদায় না হলে ৬ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত আবার কর্মবিরতি পালন করা হবে। তাতেও যদি দাবি আদায় না হয় তাহলে ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি ক্লাস পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকা হবে। এরপরও যদি দাবি পূরণ না হয় তাহলে ২৩ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি শুরু হবে।’

নাসরিন বেগম জানান, বেতন বৈষম্য দূর, অধ্যাপকদের পদ অবনমন, পদ মর্যাদা আপগ্রেড, সিলেকশন টাইম স্কেল পুর্নবহালসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।

সব সরকারি কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা , সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সরকারি কমার্শিয়াল কলেজ ও সরকারি শিক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মরত ১৫,২৮৯ জন বিসিএস শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মবিরতি পালন করবেন।

এর আগে গত ২২ ডিসেম্বর সংগঠনটি রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে ৩১ ডিসেম্বরের মধ্যে দাবি আদায়ের আল্টিমেটাম দেয় । এরপর ৪ ও ৫ জানুয়ারি কর্মবরতি পালন করে তারা। ২২ জানুয়ারি সাধারণ সভার পর এ কর্মসূচি দেওয়া হয়।

সভায় সংগঠনের সভাপতি প্রফেসর নাসরিন বেগম, মহাসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকারসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে নতুন বেতন কাঠামোতে বৈষম্যসহ নানা দাবিতে ১১-১৯ জানুয়ারি টানা নয়দিন কর্মবিরতি পালন করেন দেশের ৩৭টি পাবলিক বিশ্বিবদ্যালয়ের শিক্ষকরা। বর্তমানে তাদের আন্দোলন ১৫ দিনের জন্য স্থগিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman