সোমবার, ০৫ Jun ২০২৩, ০৯:৫২ অপরাহ্ন

র‌্যাংগস্ মটরস্ লিঃ এর ২দিন ব্যাপী প্রদর্শনী উদ্বোধন

35000আব্দুস ছাত্তার, ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ফুলবাড়িয়ায় আজ বুধবার দুপুর ১২টায় মির্জা বিশাল বাস টার্মিনালে ২দিন ব্যাপী র‌্যাংগস্ মটরস্ লিঃ এর প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন আলম এশিয়া পরিবহণ প্রা: লি: চেয়ারম্যান এড. ইমদাদুল হক সেলিম, ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির মহা সচিব মো. মাহবুবুর রহমান, আলম এশিয়া পরিবহণ প্রা: লি: ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এস এম শাহজাহান,

666666666666

আলম এশিয়া পরিবহণ প্রা: লি: ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান, ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির অতিরিক্ত সচিব মির্জা হারুন অর রশিদ, র‌্যাংগস্ মটরস্ লিঃ এর প্রোডাক্ট হেড আনিসুর রহমান সোহেল, ময়মনসিংহ বিভাগের ইনচার্জ মো. এনামুল হক প্রমুখ। প্রদর্শনী আগামীকাল বৃহস্পতিবার শেষ হবে। উক্ত প্রদর্শনীতে সম্মানিত সকল বাস মালিকদের আমন্ত্রণ জানিয়েছেন র‌্যাংগস্ কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman