সোমবার, ০৫ Jun ২০২৩, ১০:৪৯ অপরাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : শনিবার (৩০এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাধাকানাই চৌরঙ্গীর মোড় বাগানের কান্দায় জনৈক সেলিম মিয়ার সেনিটারী ল্যাট্রিনের তাকের ভেতর থেকে অর্ধ গলিত মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মহিলার নাম নতুন সুলতানা (২৯)।
এস আই তাজুল ইসলাম জানান, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার গোয়াইলবাদা ফকির শাহ এর মেয়ে নতুন সুলতানা‘র বিয়ে হয় রাধাকানাই গ্রামের চৌরঙ্গীর মোড় এলাকার আব্দুল্লাহ আল কায়সার এর সাথে। নতুন সুলতানাকে ৩/৪দিন আগে মেরে ফেলে টয়লেটের গর্তে লুকিয়ে রাখা হতে পারে। নিহতের গলায় গামছা প্যাচানো। জিজ্ঞাসাবাদের জন্য সেলিমের স্ত্রী কে থানায় আনা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব জানান, কায়সার মহিলাকে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করছিল।