রাঙ্গামাটিয়ায় উপ-নির্বাচন: আচরণ বিধি লঙ্গনের দায়ে ৫জনকে জরিমানা


প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০১৬, ৩:০৩ PM / ৭৮
রাঙ্গামাটিয়ায় উপ-নির্বাচন: আচরণ বিধি লঙ্গনের দায়ে ৫জনকে জরিমানা

fulbaria-pic-01mobail-cort-28-10ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের উপ-নির্বাচনে আচরণ বিধি লঙ্গনের দায়ে ৫জনকে ভ্রাম্যমান আদালত ২হাজার করে ১০হাজার টাকা জরিমানা করেছে। শুক্রবার (২৮অক্সটোবর) সন্ধ্যা ৭টার দিকে পাহাড় অনন্তপুর গ্রামে তাদের এ জরিমানা করা হয়।
জানা যায়, চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শাহাজাহান সিরাজ সাজু (আনারস) প্রতিকের কর্মী-সমর্থকরা পিকআপ, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন যোগে ইউনিয়নের বিভিন্ন রাস্তায় শোডাউন দিতে ছিল। পরে খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ফৌজিয়া সিদ্দিকা তাদের গতিরোধ করে। এ সময় অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও পুলিশ ৫জনকে আটক করে। পরে আটক কৃতদের ২হাজার করে মোট ১০হাজার টাকা জরিমানা করা হয়। আটককৃতরা হলো বিপ্লব (২৮), মহর আলী (২৫), আব্দুল জব্বার (৩৫), মুঞ্জুরুল হক (২৬), দেলোয়ার হোসেন (২৭)। এ সময় থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব উপস্থিত ছিলেন।