বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:৩১ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গয়লা পাড়ায় ভীমরুলের কামড়ে সাইদুল ইসলাম (৩৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ।
স্থানীয় মনির হোসেন জানান, মঙ্গলবার জোনাব আলীর পুত্র সাইদুল ইসলাম তার বাড়ির পশ্চিম পাশে শ্রমিক হিসাবে আনারসের বাগান পরিস্কার করতে যায়। আনারসের বাগানে থাকা ভীমরুলের বাসায় অজ্ঞাতবসত আঘাত লাগলে পাল্টা আঘাত করে ভীমরুলের দল। এতে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। এরপর তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হয়। গতকাল বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাইদুলের স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে রয়েছে।