রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২২ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের উর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩ তলা একাডেমিক ভবন উদ্বোধন করেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি এড. মোসলেম উদ্দিন এমপি। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকালে উদ্বোধন শেষে বিদ্যালয়ে মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি এডভোকেট মোসলেম উদ্দিন এমপি।
বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, ফুলবাড়িয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ফারজানা শারমিন বিউটি, রাধাকানাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া শিমুল তরফদার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমান।