রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৬ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : শুক্রবার রাতে উপজেলার কান্দানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণী ছাত্রী যৌন হয়রানির অভিযোগে একই বিদ্যালয়ের এক সহকারী শিক কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (২৭আগস্ট) গ্রেফতারকৃত শিককে আদালতে প্রেরণ করা হয়। উপজেলার কান্দানিয়া বড়হিস্যা গ্রামের মফিদুল ইসলামের কন্যা (১৩) কে গত মঙ্গলবার স্কুল চলাকালীন সময়ে একই বিদ্যালয়ের সহকারী শিক মোহাম্মদ আলী লোহান (৩৭) যৌন নীপিড়ন করেন বলে ছাত্রী অভিযোগ করেন। ঘটনাটি স্থানীয় একটি প্রভাবশালী মহল ধামাচাপা দেয়ার চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে শুক্রবার রাতে আছিম বাজারের ভাড়াটিয়া বাসা থেকে সেই শিক লোহান গ্রেফতার করে এস,আই কাইয়ূম খান। রাতেই স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে শিক লোহান কে আসামী করে যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা এস,আই কাইয়ূম খান বলেন, যৌননিপিরনে ঘটনা দ্রুত তদন্ত শেষে আদালতে অভিযুক্ত শিকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হবে।