মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০২:৫৯ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বুধবার (২৪আগস্ট) মান সম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে আলোকিত ফুলবাড়িয়ার অব্যাহত পদযাত্রায় ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল উদ্বোধন করা হয়েছে। ১৩নং ভবানীপুর ইউনিয়নের যুমনারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে পরিচালনা কমিটি। এতে ভারপ্রাপ্ত ইউএনও ফৌজিয়া সিদ্দিকা, শিক্ষা কমিটির সদস্য এড. ইমদাদুল হক সেলিম, উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগম, ফজলুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। পরে ছাত্র-ছাত্রীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। স্থানীয় ও সরকারী যৌথ সহযোগিতায় প্রতিদিন দুপুর বেলায় ঐ স্কুলের ছাত্র-ছাত্রীরা পাবে পুষ্টিগুণে ভরা খিচুরি।