সোমবার, ২৯ মে ২০২৩, ১১:৩৮ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুটি এতিমখানার ২০ জন শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। বিভিন্ন ভার্সিটির শিক্ষার্থীরা নিজেদের টিউশন ফি’র খরচ বাঁচিয়ে যুব ফোরামের ব্যানারে এসব কম্বল বিতরণ করেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিমের মাধ্যমে এতিম, দুস্থ, অসহায় শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এ সময় সহকারী কমিশনার (ভুমি) সেলিনা আক্তার, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন বাদল, ফুলবাড়িয়া এপি ম্যানেজার জেমস বিশ্বাস, যুব ফোরাম সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শারমিন আক্তার জপি, আবু রায়হান, আখিঁ আফরোজ, বিনা দাস, ইরানি আক্তার, প্রত্যাশা সাহা, বাবুল হোসাইন, কারিমুল ইসলাম, দোলন আক্তার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। এ সময় তারা সংগঠনের লগো সম্বলিত টি শার্ট ইউএনও’র কাছে হস্তান্তর করেন।
যুব ফোরাম সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের নিজস্ব অর্থায়নে দ্বিতীয় বারের মতো আমরা শীতবস্ত্র বিতরণ করেছি। গত বছর ১৫ জন কে দিয়েছি এ বছর ২০ জন দিলাম। আমাদের সংগঠনের ১৫ জন সদস্য রয়েছে তারা সবাই ৩শ টাকা চাঁদা দিয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ, করোটিয়া সাদাত কলেজ, গাজিপুর বাওয়াল কলেজ সহ বিভিন্ন কলেজে অধ্যয়নরত আমরা।