বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:২৫ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : সাতাশ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলবাড়িয়া উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালিটি বের করা হয়। র্যালিতে অংশ নেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক আখতারুল আলম ফারুক সহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান আজাদ ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। আগামী দিনে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশায় মুঞ্জুরুল খান সহ অনেকে র্যালিতে খন্ড খন্ড মিছিল নিয়ে আসে। পরে সবার অংশ গ্রহণে কেন্দ্রীয়ভাবে বিশাল বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।