সোমবার, ০৫ Jun ২০২৩, ১১:৫৩ অপরাহ্ন

যানজট নিরসনে তৃতীয় লিঙ্গ

hizra-02ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ঘরমুখো মানুষের যাত্রা নিবিঘেœ কাজ করছে তৃতীয় জেন্ডার হিজড়া। উপজেলা সদরের আলম এশিয়া বাস স্ট্যান্ড, পুরাতন বাস স্ট্যান্ড, সাবেক জননী সিনেমা হলের সামনের চৌরাস্তাসহ মেইন রোড জুড়ে রয়েছে হিজড়াদের পদচারণা। পর্যায়ক্রমে দায়িত্ব পালন করে ৮জন হিজড়া- এদের পাশাপাশি কাজ করছে বাসস্ট্যান্ডে দায়িত্বরত কর্মচারীরা। তাদের সবাইকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এফরুন দেয়া হয়েছে। বর্তমানে পৌর এলাকায় তাদের চাঁদাবাজি অনেকটাই কন্ট্রোলে রয়েছে। ফলে ফুলবাড়ীয়া উপজেলা সদর প্রায় যানযটমুক্ত।
তৃতীয় জেন্ডার নেতা রূপা বলেন, সামান্য হলেও আমাদের রোজগারের ব্যবস্থা হয়েছে। আমরাও একটা কাজ করছি, সময় চলে যাচ্ছে। উদ্যোগক্তাদের কাছে কৃতজ্ঞ।
আলম এশিয়া পরিবহণ (প্রা:) লিঃ চেয়ারম্যান এড. ইমদাদুল হক সেলিম বলেন, আমরা সকলে মিলে একটি সুখী সমৃদ্ধি ফুলবাড়ীয়া গড়ে তোলতে চাই। আমার পরিবহণ সেক্টর হতে তাদের সামান্য অনারিয়াম দিয়ে থাকি।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা জানান, তৃতীয় জেন্ডার এরাও মানুষ, এদেরও স্বাদ আল্লাদ আছে, আমরা তাদের একটা কাজ দিয়ে সামান্য কিছু মুল্যায়ন করার চেষ্টা করছি মাত্র। তাদেরকে স্থায়ীভাবে কাজ দেয়া গেলে তারাও হয়তবা মানুষদের বিরক্ত করবে না।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman