রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫১ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : উপজেলা শিক্ষা কমিটির সম্মানিত সদস্য এড. ইমদাদুল হক সেলিম বলেছেন, স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন ছাড়া কেউ প্রতিষ্ঠিত হতে পারে না। আর এজন্যই বলি যত বড় স্বপ্ন তত বড় মানুষ। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন একটি স্বাধীন রাষ্ট্রের। যা আমরা এখন ভোগ করছি। তিনি কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, দ্রুত অত্র প্রতিষ্ঠানে একটি কারিগরি শাখা চালু করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
গতকাল শনিবার পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা কমিটির সম্মানিত সদস্য, আলম এশিয়া পরিবহণ প্রা: লি: চেয়ারম্যান এড. ইমদাদুল হক সেলিম এসব কথা বলেন।
পরিচালনা কমিটির সভাপতি ডা. মো. তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ এ.কে.এম শামছুল হক, আওয়ামীলীগ নেতা আ. রাজ্জাক, উপজেলা যুবলীগ সভাপতি রুহুল আমিন, উপজেলা স্বেচ্ছসেবকলীগ সভাপতি কামরুজ্জামান, উপজেলা ছাত্রলীগ সভাপতি হারুন অর রশিদ হারুন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুদুল ইসলাম।