রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৪ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ফুলবাড়ীয়ায় জমিদার আমল থেকে হুমগুটি খেলা চলে আসছে। বছরে একবার নির্ধারিত দিনে বহুকাল ধরে একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটকে সামনে নিয়ে এটি অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু হঠাৎ করেই গত ৩/৪বছর যাবত পৌর সদরে নিয়ন্ত্রণহীনভাবে চলছে হুমগুটি খেলা অনুষ্ঠিত হচ্ছে। এতে মানুষের জানমালসহ সম্পদের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। এ যেন দেখার কেউ নেই।
সূত্রে মতে, লক্ষীপুর বড়ই আটা নামক স্থানে যে হুমগুটি খেলাটি অনুষ্ঠিত হয় সেটি জমিদার আমল থেকে চলে আসছে। যেখানে খেলাটি অনুষ্ঠিত হয় তার চারপাশে খোলামেলা জায়গা- তখন মাঠে কোন ফসল থাকে না। বেশির ভাগ জমিই শুকনা থাকে। প্রচন্ড শীত থাকে ফলে খেলা উপযোগি সময়ও বটে। কিন্তু হঠাৎ করেই পৌর সদরসহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে হুমগুটি খেলার শব্দ শুনা যায়। যত্রতত্র শুরু হয়েছে খেলা। ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে মানুষের সম্পদ। ৩/৪বছর আগে পৌর সদরের প্রাণি হাসপাতাল মোড়ে আনুষ্ঠানিকভাবে হুমগুটি খেলা শুরু হয়। ঐবছরই খেলার এক পর্যায়ে সাবেক সমাজ সেবা অফিস ধসে পড়ে। এতে কয়েকজন মানুষ মারাতœকভাবে আহত হয়। এরপর থেকে ব্র্যাক অফিসের পশ্চিম পাশ থেকে খেলার সূত্রপাত হচ্ছে। পশ্চিম দিকে নদী থাকায় পশ্চিমারা নদীতে গুটি ফেলে ধারাবাহিকভাবে তারাই গুটি গুম করে আসছে। এবছর ৩জুন অনুষ্ঠিত গুটি নেয়ার সময় ক্ষতিগ্রস্থের কবলে পড়ে বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ। কলেজের কিছু অংশ খেলোয়ারদের চাপে টিনের বাউন্ডারী ক্ষতিগ্রস্থ হয়েছে। আদিকাল থেকে চলে আসা ফুলবাড়ীয়ার ঐতিহ্য হুমগুটি চলমান থাকলেও নতুন করে যে সব খেলার আবির্ভাব হচ্ছে স্থান কাল পাত্রভেদে তা বন্ধে প্রশাসন কে এখনই ব্যবস্থা নিতে হবে।