বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:১৬ পূর্বাহ্ন
যখন কবিতায় মন বসেনা
যখন গদ্যলেখা ও হারিয়ে যায়
যখন ভোরের আলো নিভে যায়
পাখিডাকা নদীর দুপাশ আমায় আকর্ষণ করেনা।
তখন আমার একলা বেলা, আমার চলা
আমার নিজে নিজেই কথা বলা।
হারিয়ে যেতে ইচ্ছে হয়,
দূর আকাশের তারা হয়ে
একলা সেথা থাকব রয়ে
আমার একলা বেলা, আমার চলা।