ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে উপনির্বাচন: ভোট গ্রহন ১৮ জুলাই


প্রকাশের সময় : জুন ১১, ২০১৬, ৩:২৭ PM / ৮৪৪
ময়মনসিংহ-৩  গৌরীপুর আসনে উপনির্বাচন: ভোট গ্রহন ১৮ জুলাই

Mymenshingh-Map

মশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে জাতীয় সংসদের উপ-নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ১৮ জুলাই। বৃহস্পতিবার (৯ জুন) এই আসনে তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী এই শূন্য আসনে উপ-নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ২০ জুন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন বাছাই হবে ২২ জুন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৯ জুন এবং ভোট গ্রহন হবে ১৮ জুলাই। উল্লেখ্য গত ০২ মে  ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি’র মৃত্যুতে ময়মনসিংহ-৩ আসনটি শূন্য হয়।