মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৩:০৪ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ-৩ আসনে জাতীয় সংসদের আসন্ন উপ নির্বাচনকে কেন্দ্র করে শনিবার (২৮ মে) দুপুরে গৌরীপুর প্রেসকাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক স্বতন্ত্র এম,পি প্রার্থী হাফেজ মোঃ আজিজুল হক। মতবিনিময় সভায় তিনি আসন্ন উপ নির্বাচনে এই আসন থেকে নির্দলীয় এম,পি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করার ঘোষনা দিয়েছেন। মতবিনিময় কালে তিনি এম,পি নির্বাচিত হলে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মরহুম ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এম,পি’র অসমাপ্ত উন্নয়নমূলক কর্মকান্ড সম্পন্ন করবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এলক্ষে তিনি গৌরীপুরের সর্বস্তরের মানুষের সমর্থন ও দোয়া সহ সার্বিক সহযোগিতা কামনা করেন। গৌরীপুর প্রেসকাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় উক্ত মতবিনিময় বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসকাবের সকল সাংবাদিকবৃন্দ।