মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:১৩ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ সহকারী পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন জামালপুর জেলার সহকারী পুলিশ সুপার, ফুলবাড়ীয়া উপজেলার কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল
ইসলাম এর দ্বিতীয় পুত্র মনিরুল ইসলাম।
জেলার সদর সার্কেলে তাঁর নেতৃত্বে বিভিন্ন মামলার পলাতক আসামী গ্রেফতার, অভিযান, মামলা নিস্পত্তি, জঙ্গী গ্রেফতারসহ কর্মক্ষেত্রে কাজের স্বীকৃতি স্বরূপ ৪টি জেলার মধ্যে তিনি সেপ্টেম্বর মাসে রেঞ্জের শ্রেষ্ঠ নির্ব াচিত হয়েছেন। এএসপিদের মূল্যায়ন এমাস থেকে শুরু হওয়ায় তিনি প্রথম রেঞ্জের শ্রেষ্ঠ এএসপি।
গতকাল মঙ্গলবার ময়মনসিংহ রেঞ্জ অফিসে বিভাগের শ্রেষ্ঠ সহকারী পুলিশ সুপার হিসেবে মনিরুল ইসলামকে পুরস্কৃত করা হয়। পুরস্কার তুলে দেন ময়মনসিংহ রেঞ্জের ডি আই জি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পি পি এম । এ সময় অতিরিক্ত ডি আই জি আক্কাছ উদ্দিন ভুইয়া, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, নেত্রকোণা, শেরপুর, জামালপুর পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিনন্দন : ফুলবাড়ীয়া উপজেলার কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম এর পুত্র মনিরুল ইসলাম ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ সহকারী পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় ফুলবাড়ীয়া প্রেসক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. আব্দুস ছাত্তার, অন লাইন পত্রিকা ফুলবাড়িয়া নিউজ 24ডটকম প্রকাশক প্রবাসী কায়সারুল হক, সম্পাদক আলহাজ্ব ডা. মো. আব্দুর রাজ্জাক অভিনন্দন জানিয়ে কর্মজীবনে আরও বেশি সফলতা কামনা করেছেন।