ময়মনসিংহ মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক শঙ্কর নারায়ণ দাস


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০১৬, ১০:৫৯ AM / ৯৮
ময়মনসিংহ মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক শঙ্কর নারায়ণ দাস

98666660ময়মনসিংহ মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক শঙ্কর নারায়ণ দাস ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. শঙ্কর নারায়ণ দাসকে মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। ডা. শঙ্কর নারায়ণ দাস ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের প্রয়াত ডা. অনিল কুমার দাসের ছেলে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজেরই ছাত্র ছিলেন। অধ্যাপক ডা. শঙ্কর নারায়ণ দাস পেশাগত দক্ষতার জন্য দেশ-বিদেশ থেকে এমডি, এফসিপিএস এবং এফআরসিপি ডিগ্রি লাভ করেছেন। এর আগে তিনি সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, ঝালকাঠি, নরসিংদী ও গাজীপুর জেলা হাসপাতালে মেডিসিন বিভাগের কনসালট্যান্ট এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী ও স্যার সুলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ডা. শঙ্কর নারায়ণ দাসের এই নিয়োগে ময়মনসিংহের ফুলবাড়ীয়াবাসী আনন্দিত। ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ময়মনসিংহ সমিতি, ফুলবাড়িয়া সমিতিসহ ময়মনসিংহ সাংবাদিক সমিতি, বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার নেতারা ফুলবাড়ীয়া প্রেসক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মো. আব্দুস ছাত্তার, ফুলবাড়ীয়া সাংবাদিক ও সাহিত্যিক কল্যাণ সংস্থার সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম স্বপন তাঁকে অভিনন্দন জানিয়ে তাঁর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।