ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এস আই তাজুল ইসলাম


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০১৬, ৩:৩৮ PM / ১৮৮
ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এস আই তাজুল ইসলাম

80000ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার ফুলবাড়িয়া থানার এস আই মুহাম্মদ তাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ২টায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি অফিসের সভা কক্ষে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করেন ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এ সময় অতিরিক্ত ডি আই জি আক্কাছ উদ্দিন ভুইয়া, ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, নেত্রকোণা, শেরপুর, জামালপুর পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত পলাতক আসামী, মামলা তদন্তে সফলতা ও মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এস আই, ওয়ারেন্ট তামিলকারী অফিসার এবং বিভাগের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন এস আই মুহাম্মদ তাজুল ইসলাম।
এর আগে সোমবার (১৯সেপ্টেম্বর) ময়মনসিংহ শহরস্থ পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ভাল কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করা হয়।