সোমবার, ২৯ মে ২০২৩, ১২:৫০ অপরাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : মঙ্গলবার (২আগস্ট) ময়মনসিংহের চড়পাড়ার ” হোটেল শ্যারন ” এ হালুয়াঘাট উপজেলা আওয়ামী পর্যটনলীগ কমিটি ঘোষনা করায় ময়মনসিংহ জেলা আওয়ামী পর্যটনলীগ সভাপতি এ রাকিব আকন্দ (জুয়েল) এবং সাধারণ-সম্পাদক ও ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী পর্যটনলীগ সভাপতি : সুয়েফ মাহমুদ (উদ্যম) কে নবগঠিত হালুয়াঘাট উপজেলা আওয়ামী পর্যটনলীগ’র উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পর্যটনলীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, মুক্তাগাছা উপজেলা পর্যটনলীগ সভাপতি রেজাউল কবীর (রাতুল), ত্রিশাল উপজেলা পর্যটনলীগ সাধারণ সম্পাদক : মোঃ রুবেল আহম্মেদ, ফুলপুর উপজেলা পর্যটনলীগ সাধারণ সম্পাদক সাগর আহমেদ, হালুয়াঘাট উপজেলা কমিটির সহ-সভাপতি : রনি মোড়ল, রফিক উদ্দিন রূপসান, পর্যটন উন্নয়ন বিষয়ক সম্পাদক : মামুন খান (পুলক) সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাপনী বক্তব্যে হালুয়াঘাট উপজেলা পর্যটনলীগ সভাপতি : মোঃ আজিজুল হক তালুকদার উপস্থিত সবাইকে – উপমহাদেশের প্রখ্যাত পর্যটনবিদ ও বাংলাদেশ আওয়ামী পর্যটনলীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড.এ. আর খান (স্যার) এবং চট্ট্রগ্রামের অহংকার বাংলাদেশ আওয়ামী পর্যটনলীগ এর সম্মানিত সাধারণ সম্পাদক জুলফিকার আলী (মাসুদ) এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।