সোমবার, ০৫ Jun ২০২৩, ১১:৩৪ অপরাহ্ন
মশিউর রহমান কাউসার ঃ ময়মনসিংহ জেলার সেরা মহিলা করদাতা হিসেবে সম্মাননা পেলেন গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভীর সহধর্মিনী উম্মে কুলসুম। গত বৃহস্পতিবার ময়মনসিংহ শহরে এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে তাঁকে আনুষ্ঠানিকভাবে ক্রেষ্ট প্রদান করেন বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ এমপি। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ নজিবুর রহমান স্বাক্ষরিত সম্মাননাপত্রে উল্লেখ করা হয় কর অঞ্চল ময়মনসিংহের সার্কেল-৫ এর আওতাধীন গৌরীপুর শহরের নুরুল আমিন খান সড়কের বাসিন্দা উম্মে কুলসুম ২০১৫-১৬ ইং বছরে সর্বোচ্চ মহিলা আয়কর প্রদানকারী হিসেবে তাকে এই সম্মাননা দেয়া হয়। এদিকে সেরা মহিলা করদাতা হিসেবে সম্মাননা পাওয়ায় উম্মে কুলসুমকে অভিনন্দন জানিয়েছেন গৌরীপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার। #