রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৯ পূর্বাহ্ন

ময়মনসিংহে যাত্রামঞ্চে ‘মহুয়া সুন্দরী’

9999999999বিনোদন ডেস্ক : পরীমণি অভিনীত নতুন ছবি ‘মহুয়া সুন্দরী’ মুক্তি পাবে ২০ নভেম্বর। যাত্রাশিল্প ঘিরে ছবিটি নির্মাণ করেছেন রওশন আরা নীপা। তাই যেখানেই এখন যাত্রা উৎসব চলছে, সেখানেই কোনো না কোনোভাবে উপস্থিত থাকছেন মহুয়া সুন্দরী চরিত্রে অভিনয় করা পরীমণি। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ শহরের সার্কিট হাউসে বসা ১০ দিনের নির্মল যাত্রা উৎসবে শনিবার উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক কবি-নাট্যকার ফরিদ আহমদ দুলালের ফোনে ফোন করেন পরীমণি। ফোনে দর্শকদের উদ্দেশে তিনি শুভেচ্ছা জানিয়ে যাত্রা উৎসব আয়োজকদের সাধুবাদ জানান। তিনি বলেন, ‘যারা ময়মনসিংহে ১০ দিনব্যাপী যাত্রা উৎসবের মতো অসাধারণ একটি আয়োজন করছেন এবং যারা আমাদের হারিয়ে যাওয়া যাত্রা দেখতে এই অনুষ্ঠানে হাজির হয়েছেন সবাইকে আমার এবং মহুয়া সুন্দরীর প থেকে অকৃত্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তেও আমি শুটিংয়ে আছি, কিন্তু যখন শুনলাম ময়মনসিংহে এমন অসম্ভব সুন্দর একটি যাত্রাপালা অনুষ্ঠিত হচ্ছে তখন সবার সঙ্গে কথা বলার লোভ সামলাতে পারলাম না। আমার যদি সুযোগ হতো তাহলে সবার সঙ্গে এসে এই অনুষ্ঠানে বসে যাত্রা দেখতাম। কারণ আমি যাত্রাশিল্পকে আন্তরিকভাবেই শ্রদ্ধা করি। তাছাড়া আমি নিজেও ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত পালা মহুয়া সুন্দরীতে অভিনয় করেছি। যে ছবিটি মুক্তির প্রতীায় আছে।’ যাত্রাপ্রেমীদের হলে গিয়ে ছবিটি দেখার আহ্বান জানান পরীমণি। ছবি চলাকালীন ময়মনসিংহে আসার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
এদিকে আজ এফডিসিতে মহুয়া সুন্দরীর সব কলাকুশলীর সঙ্গে পরিচয় করিয়ে দিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সূত্র-আমাদের সময়

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman