ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান যোগদান করেছেন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০১৬, ৫:১৮ AM / ১১৮
ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক  মোঃ খলিলুর রহমান যোগদান করেছেন

d-cফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক হিসেবে মোঃ খলিলুর রহমান যোগদান করেছেন। রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এরপর তিনি জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় নবাগত জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান জেলার উন্নয়নে সততা, স্বচ্ছতা ও অন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ময়মনসিংহের ঐতিহ্যকে ধারণ করে বাংলাদেশের প্রথম সারির জেলায় রূপান্তরের চেষ্টা করবো এবং জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে একটি টিম হিসেবে কাজ করবো। এর আগে বেলা ২ টায় ভালুকায় বিদায়ী জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী নব যোগদানকৃত জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

সম্পাদনায় আব্দুস ছাত্তার