রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০১ পূর্বাহ্ন
তারাকান্দা সংবাদদাতা : ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাগুন্দা মোড়ে মঙ্গলবার (১ে৭মে) বিকেলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। নিহত বাসের হেলপার রবিদাসের (২৫) বাড়ি টাঙ্গাইলে। অন্যজনের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, বিকেল ৪টার দিকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের বাস ও ময়মনসিংহগামী শ্যামলী বাংলা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে দুটি বাসের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। এতে একটি বাসের চালক ও হেলপার আটকা পড়ে। পরে ফুলপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল চালককে জীবিত ও হেলপারকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ জানান, চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো একজন মারা গেছে। তার পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার প্রাণেশ চন্দ্র পণ্ডিত জানান, আহত ৩৫ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে ১০ জনকে ভর্তি ও ৫ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।