সোমবার, ২৯ মে ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : বুধবার (২০জুলাই) দুপুর ১২টায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ফৌজিয়া সিদ্দিকা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি এড. আজিজুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক শামীম, এড. ইমদাদুল হক সেলিম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সিদ্দিক, কৃষি অফিসার ড. নাছরিন আক্তার বানু, উপজেলা কৃষকলীগ সভাপতি ওসমান গনি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কামরুজ্জামান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম রাকিব প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার কর্মকার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর এ.কে.এম মহি উদ্দিন।
এর আগে বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করে।
সম্পাদনায়- আব্দুস ছাত্তার