বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৬ পূর্বাহ্ন
মো. নূরুল ইসলাম খান সাপ্তাহিক ফুলখড়ি সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার ফুলবাড়ীয়া প্রতিনিধি। ৮০ দশকের মাঠ কাঁপানোর সাংবাদিকদের অন্যতম। মো. নূরুল ইসলাম খান পবিত্র হজব্রত পালনের জন্য পবিত্র নগরি সৌদীতে গমনের আগে শনিবার (৩০জুলাই) সন্ধ্যা ৮টায় নবীন-প্রবীন সাংবাদিকদের সাথে ফুল্লরা শপিং সেন্টারের সামনে মিলিত হন। এ সময় দৈনিক যুগান্তরের রফিক আহমেদ মিঠু, দৈনিক ইত্তেফাকের আবুল কালাম, দৈনিক ভোরের ডাকের এস এম গোলাম ফারুক আকন্দ, দৈনিক ডেসটিনির আল এমরান, দৈনিক বাংলাবাজার পত্রিকার বিশ্বজিৎ প্রসাদ, দৈনিক আমার দেশের আসাদুজ্জামান আসাদ, দৈনিক দিনকালের আব্দুল হালিম, আমাদের সময়ের আব্দুস ছাত্তার, দৈনিক তথ্যধারার নজরুল ইসলাম খান, দৈনিক বাংলাদেশ সময়ের রফিকুল ইসলাম, ঢাকা প্রতিদিনের হেলাল উদ্দিন উজ্জল, দৈনিক আলোকিত ময়মনসিংহের সেলিম হোসাইন প্রমূখ উপস্থিত ছিলেন
দোয়াপর্বের আলোচনার শুরুতেই নূরুল ইসলাম খান সংবাদ সাংবাদিকতা প্রেক্ষিত ফুলবাড়ীয়া নিয়ে বক্তব্য রাখেন। তার দীর্ঘ বক্তব্যে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবানে সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষন করেন। সকল সাংবাদিক ঐক্যের আহবানের কথা শুনে উল্লোসিত হন।
মুক্ত আলোচনায় সাংবাদিকতায় ফুলবাড়ীয়ার হারোনা গৌরব পূনরুদ্ধারের জন্য একক প্রেসক্লাব গঠন নিয়ে নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। একক প্রেসক্লাব গঠন কল্পে নানা মুখী পরিকল্পনা গ্রহন করা হয়।
সূত্র- Kalam Azad আইডি থেকে নেয়া।