সোমবার, ২৯ মে ২০২৩, ১১:৩৪ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরিপুর, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের মাইজপাড়া গ্রামে মেয়ে বশিকরন করতে না পারার জেরে শনিবার (৩০ জুলাই) সকাল ৯টায় নিজ ঘরে ছুরিকাঘাতে কালা ফকির (৫৫) নামে এক ব্যক্তিকে খুন করেছে কতিপয় যুবকরা। এ ঘটনা শেষে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই যুবককে আটক করে গৌরীপুর থানার পুলিশের কাছে সোপর্দ করেছে। জানা গেছে উল্লেখিত গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র কালা ফকির দীর্ঘদিন ধরে আলৌকিকভাবে মানুষের বিভিন্ন সমাধান করে আসছিল। প্রায় ১ বছর পূর্বে উপজেলার কলতাবাড়ী এলাকার মাহবুব নামের এক যুবক মেয়ে বশিকরনের জন্য কালা ফকিরের কাছে আসে। এসময় কালা ফকির মেয়ে বশিভূত করার অঙ্গিকারে ওই যুবকরে কাছ থেকে মোট ১০ হাজার টাকার চুক্তিতে ৬ হাজার টাকা অগ্রিম নেয়। কিন্তু ঘটনার ১ বছর অতিবাহিত হলেও মেয়ে বশিভূত না হওয়ায় মাহবুব ফকিরের উপর ক্ষিপ্ত হয়। তাই ঘটনার দিন মাহবুব ও তার অপর ৪ বন্ধু মিলে ভাড়াটিয়া মটর সাইকেল যোগে ওই ফকিরের বাড়িতে যায়। এসময় কথাকাটাকাটির এক পর্যায়ে নিজ ঘরে কালা ফকিরকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে ওই যুবকরা। পরে ওই দিনই বেলা ১১ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে ঘটনা শেষে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ৫ যুবকের মধ্যে ২ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃতরা হলো গৌরীপুর উপজেলার কলদবাড়ী গ্রামের ফারাজ উদ্দিনের পুত্র আজিমুদ্দিন (২২) ও হাসেম মুন্সীর পুত্র মাসুদ মিয়া (২৩)।
গৌরীপুর থানার এস আই বদিয়ার দুই যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেন।