রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫২ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফুলবাড়িয়া উপজেলা শাখা সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দিয়েছে জেলা কমিটি। জেলা কমিটির সভাপতি হুমায়ুন কবির সোহাগ ও সাধারণ সম্পাদক মো. রিয়াদুল ইসলাম (রানা) বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এ অনুমোদন দেন। এগারো (১১) সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক হয়েছেন (যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম মোজাফ্ফর আলীর চেয়ারম্যানের সুযোগ্য পুত্র) আলী আহমেদ রুকন, যুগ্ম আহ্বায়ক শরিফ আহমেদ, সদস্য সচিব এস এম আব্দুল্লাহ শাকিল চৌধুরী, সদস্য মো. কবীর হোসেন, মো. শাহদাত হোসেন সুমন, মো. আদনান, মো. শরিফুল আলম শিশির, বাবু মিয়া, ইব্রাহীম খলিল খোকন, মোনায়েম সবুজ ও সীমা রানী দে।
উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর পূর্ণাঙ্গ কমিটির মেয়াদকাল শেষ হওয়ায় সংগঠনের গতিশীলতা এবং সর্বোচ্চ সংখ্যক সন্তানদের প্রতিনিধিত্ব করার বিবেচনার্থে এ কমিটি গঠন করা হয়।