রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৭ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডট কম : বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন ‘ডি’ শ্রেণিভুক্ত (১%-১৯% পঙ্গুত্বধারী) বীর মুক্তিযোদ্ধাদের ‘মুক্তিযোদ্ধা সংক্রান্ত’ তথ্যাদি যাচাই-বাছাই কার্যক্রম হবে আজ সোমবার। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিতব্য সভায় মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক সভাপতিত্ব করবেন। মন্ত্রীর সফরসূচি নিয়ে গতকাল রবিবার বিকাল ৩টায় ইউএনও’র কার্যালয়ে স্থানীয় সংবাদকর্মীদের ব্রিফিং করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম। ইতিমধ্যে মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।