গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত স্থাপনাগুলো সংরক্ষণ ও উন্নয়নের দাবিতে বুধবার (৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন বাংলা মঞ্চের উদ্যোগে এক মানববন্ধন হয়েছে। মানববন্ধন শেষে এ বিষয়ে প্রধানমন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তারের মাধ্যমে স্মারকলিপি পেশ করা হয়। ওই মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বাংলা মঞ্চের সদস্য সচিব এইচ এম খায়রুল বাসারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা ফজলুল হক, উদীচী’র গৌরীপুর উপজেলা শাখার সভাপতি আবুল ফজল মোঃ হীরা, সাধারন সম্পাদক ওবায়দুর রহমান, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পলাশ মাজাহার, সাংবাদিক রইছ উদ্দিন, এনটিটি শিক্ষা সহায়ক প্রতিষ্ঠানের পরিচালক নাজিম উদ্দিন, ইমন সরকার, সাংস্কৃতিক কর্মী অশোক কুমার সুমন, মাহমুদুল হাসান রকি, উপজেলা ছাত্রলীগ নেতা মোবারক হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক প্রমুখ। সমাবেশে বক্তারা গৌরীপুর পৌর শহরে নির্মিত বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার মুর্যাল, স্মৃতি সৌধ, কলতাপাড়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য্য সহ মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত সকল স্থাপনাগুলো সংরক্ষণ ও উন্নয়নের দাবি জানান।
আপনার মতামত লিখুন :