মুক্তাগাছা সংবাদদাতা : ময়মনসিংহের মুক্তাগাছায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি- ১ কার্যালয়ে নোয়াখালী সেনবাগ পল্লী বিদ্যুৎ ডিজিএম দেলোয়ার হোসেন (৫৪) এর মৃত্যু হয়েছে। শনিবার (৪জুন) দুপুর ১টায় তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হন। তবে এ মৃত্যুর জন্য অডিট টিমকে দায়ী করতে চান কর্মরতদের অনেকে। তাদের মতে, অডিট টিম তাকে মানসিকভাবে চাপ প্রয়োগ করার কারণে তার মৃত্যু হতে পারে।
সূত্রমতে, তাঁর সময়কালে বিল ভাউচারে গরমিল থাকায় অডিট টিমকে জবাব দিতে তিনি সেনবাগ থেকে শুক্রবার মুক্তাগাছায় আসেন। অডিটম টিম তাঁকে শুক্রবার বিকেলে জিজ্ঞাসাবাদ করেন পরে তিনি রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সকালে ঐসব ভাউচারগুলো মিলাতে ছিলেন। এক পর্যায়ে তিনি অসুস্থ অনুভব করলে তাঁকে দ্রুত প্রথমে মুক্তাগাছা ও পরে (৩য় পৃষ্ঠায় দেখুন) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর আড়াইটায় তিনি না ফেরার দেশে পারি জমান। ২ মেয়ে সন্তানের জনক দেলোয়ার হোসেন টাঙ্গাইলের সখিপুরের বাসিন্দা। তার লাশ হাসপাতাল থেকে মুক্তাগাছা কার্যালয়ে আনা হয় রাতে থানা হেফাজতে রাখা হয় দেলোয়ারের মরদেহ। ভোরে মরহুম দেলোয়ারের স্ত্রীর কাছে লাশ হস্তান্তর করা হয়। এখানে ১ম দফা জানাজা শেষে লাশ নিয়ে মরহুমের পরিবারবর্গ ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা টাঙ্গাইলের সখিপুরের উদ্দেশ্যে রওনা হন। রবিবার (৫মে) বাদ যুহর ২য় দফা জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মুক্তাগাছাস্থ জেনারেল ম্যানেজার (জিএম) আব্দুর রশিদ মৃধা জানান, এক বছর আগে তিনি এই সমিতির ডিজিএম ছিলেন। অফিসিয়াল কাজে তিনি মুক্তাগাছায় এসেছিলেন। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস তিনি এখান থেকে লাশ হয়ে ফিরলেন।
আপনার মতামত লিখুন :