রবিবার, ০৩ Jul ২০২২, ০৮:৪৬ অপরাহ্ন
দীর্ঘদিন ধরেই পর্দায় দেখা মিলছে না আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহির। তবে তার ভক্তদের জন্য আছে সুখবর। বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে মাহি ও জিয়াউল রোশান অভিনীত সিনেমা ‘আশীর্বাদ’। বিষয়টি নিশ্চিত করেছেন এর নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।
তিনি জানান, রোজার ঈদের পরই এটি প্রেক্ষাগৃহে আসবে। সিনেমাটির গল্প সাজানো হয়েছে সত্তর দশকের ছাত্র রাজনীতি, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময়ের পরিস্থিতি নিয়ে। পর্দায় মাহিকে তরুণ ও বৃদ্ধ দুই বয়সের চরিত্রেই দেখা যাবে।
পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘যেহেতু এটি অনুদানের সিনেমা, তাই আমরা একটু সময় নিতে চাই। এরপর ভালো একটি দিনক্ষণ দেখে মুক্তি দিবো। তবে প্রযোজক চাইছেন, সিনেমাটি যেন ঈদের পর মুক্তি পায়।’
‘আশীর্বাদ’ প্রযোজনা, কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন তাহেরা ফেরদৌস জেনিফার। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, সীমান্ত প্রমুখ। এটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা।