সোমবার, ২৯ মে ২০২৩, ১১:৪২ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডটকম : পিসটিভির প্রশ্নোত্তর পর্বে ডা. জাকির নায়েককে জিজ্ঞাসা করা হয়, কেউ মারা গেলে কুরআনখানী করতে হবে কিনা বা এতে কি কোনো উপকার রয়েছে কি?
উত্তরে ডা. জাকির নায়েক বলেন, প্রশ্নকর্তা জানতে চেয়েছেন কুরআনখানী করা ঠিক কিনা? আমার প্রশ্ন হচ্ছে কুরআন কি শুধু এ জন্য অবতীর্ণ হয়েছে যে, মানুষ কুরআন দলবেঁধে খতম করবে? কুরআন কি এ জন্য অবতীর্ণ হয়েছে যে, কেউ মারা গেলে পড়লেই চলবে?
নাকি কুরআন এজন্য অবতীর্ণ হয়েছে যে, মানুষ কুরআন বুঝে পড়বে। মানুষ কুরআন পড়ে সত্য-মিথ্যার পার্থক্য বুঝবে ও সে অনুযায়ী আমল করবে।
কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত নয় কোনো সাহাবির মৃত্যুতে বা তার জানাযায় রসূল (সা.) এভাবে দলবেঁধে সবাইকে নিয়ে কুরআন খতম করেছেন।
তাই আমার কথা হচ্ছে, ঠিক আছে যদি কুরআন খতমের একান্তই ইচ্ছে থাকে তবে ৩০ জন লোক না নিয়োগ করে ৬০ জনকে বললেই হবে যেন তারা শুধু না পড়ে প্রত্যেকে আধা পারা অর্থসহ বুঝে পড়ুক। অথবা ধীরে সুস্থে এক ঘণ্টার পরিবর্তে দু ঘণ্টা ধরে অর্থসহ বুঝে শুনে তিলাওয়াত করুন। তাতেই কি কুরআন অবতীর্ণ হওয়ার উদ্দেশ্য বেশি সফল হয় না?
সূত্র- আমাদের সময়