বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:২৯ পূর্বাহ্ন

মানবতার বর্ষ

লেখক: রাসেল জিয়া

একটি বিষয় কি কেউ লক্ষ্য করেছেন?
উনিষ শত বিশ সালেও এই সময়টাতে এই পৃথিবীতে ফ্লু তথা ভাইরাসের আক্রমনে প্রায় পাঁচ কোটি মানুষ মারা গিয়েছিল।
ঐ বছরটা ছিল শেখ মুজিবুর রহমান এর জন্মের বছর,
ঠিক তাঁর শতবর্ষ যা মুজিব বর্ষ হিসেবে বাঙালি পালব করবে বলে স্থির করেছে।
এই দুই হাজার বিশ সনটাতে নভেল করোনা -১৯ ভাইরাসের আক্রমনে পুরো পৃথিবী আজ গৃহবন্দি।
আজ পর্যন্ত প্রায় এক লক্ষ পাঁচ হাজার মানুষ এর আক্রমনে মারা গেছেন,
কবে এর শেষ হবে আর কত মানুষের জীবন প্রদীপ নিভে যাবে তা রব ছাড়া কেউ বলতে পারছে না।
এরা মাঝে আজ আবার গৃহবন্দি হয়ে পারিবারিক ভাবে আতঙ্কের মাঝে চলে এল বাংলা ১৪২৭ সনের ১লা বৈশাখ!
মনে আনন্দ নেই, শরীরে জোড় নেই, ক্ষুধার্ত বিপন্ন মানুষ এই বছরটা বর্নিল ভাবে উদযাপন করতে পারছে না।
তাই এই নতুন বছরটা হোক মানবতার বছর পুরা পৃথিবীর জন্যে।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman