সোমবার, ২৯ মে ২০২৩, ১০:৪৩ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয় করনের দাবিতে মঙ্গলবার (৩১ মে) দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরীপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী/শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হাই খান পাঠান ও সাধারন সম্পাদক শাহ মোঃ মহসীন স্বাক্ষরিত উক্ত স্মারকলিপিতে মাধ্যমিক শিক্ষাকে জাতীয় করনের পাশাপাশি মাধ্যমিক স্কুলের শিক্ষকদের চাকুরী নিরাপত্তা আইন প্রনয়ন সহ সরকারী শিক্ষকদের অনুরূপ বেতন ভাতাদি প্রদানের দাবি জানানো হয়। গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে সি,এ মোয়াজ্জেম হোসেন এ স্মারকলিপি গ্রহন করেছেন।