মশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : উপজেলার সিধলা ইউনিয়নের সিধলং বিলে ইজারাদার কর্তৃক জেলেদের মাছ ধরতে বাঁধা দেয়া ও নির্যাতনের প্রতিবাদে সোমবার (৩০ মে) দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে স্থানীয় মৎস্যজীবি সমিতি জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে। ভুক্তভোগী জেলেরা জানায়. উপজেলার সিধলং বিলের আশেপাশে মালিকানা ভূমিতে তারা দীর্ঘ দিন যাবত কোন খাজনা ছাড়াই মাছ ধরে আসছে। কিন্তু সম্প্রতি ইজারাদাররা তাদেরকে মাছ ধরতে বাঁধা দিচ্ছে এবং খাজনা দেয়ার জন্যে চাপ প্রয়োগ করছে। জেলেরা এর প্রতিবাদ করায় কর্তমানে তাদের উপর বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। এছাড়াও জেলেরা সিধলং বিলের খাজনা আদায়সহ বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগ করেন। উপজেলা পরিষদ চত্ত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উপজেলার কমিটির সাধারণ সম্পাদক কমরেড হারুণ আল বারী, ক্ষেত মজুর সমিতি ময়মনসিংহ জেলার কমিটির নেতা সুশান্ত দেবনাথ খোকন, গৌরীপুর উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবর রহমান ফকির, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :