বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩২ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া : মহামারি পরবর্তী সময়ে শিক্ষার্থীদের স্কুলমুখী ও আনন্দময় পাঠ পরিবেশ সৃষ্টির লক্ষ্য নিয়ে ৫দিন ব্যাপি আয়োজন করা হয় কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের। ১৬-২০ ফেব্রুয়ারি পর্যন্ত ছনকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস ফুলবাড়িয়া উপজেলা আয়োজন এ প্রোগ্রামের। ধারাবাহিকতায় রবিবার রাতে অনুষ্ঠিত হয় মহা তাঁবু জলসার। উপজেলা স্কাউটস এর সভাপতি ও উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক ও পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এ.কে.এম শামছুল হক।
অনুষ্ঠানে মাধ্যমিক স্তর থেকে প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড প্রাপ্ত ২১ জন এবং প্রাথমিক স্তর থেকে শাপলা কাব এ্যাওয়ার্ড প্রাপ্ত ৬ জন মোট ২৭ জন কে ক্রেস্ট প্রদান করা হয়।