মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপজেলা প্রশাসনের দিনব্যাপী ব্যাপক কর্মসূচী


প্রকাশের সময় : মার্চ ২৫, ২০১৬, ১২:১০ PM / ৭৭
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপজেলা প্রশাসনের দিনব্যাপী ব্যাপক কর্মসূচী

mohoraফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে ফুলবাড়ীয়া উপজেলা প্রশাসন দিনব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। রাত ১২.০১ মিনিটে ফুলবাড়ীয়া থানা প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা, ১২.০১মিনিটে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,

mohora-02সকাল ৮.১৫মিনিটে উপজেলা পরিষদ মাঠে বাংলাদেশ পুলিশ, মুক্তিযোদ্ধা, বিএনসিসি, আনসার ভিডিপি, রোভার স্কাউটস, স্কাউটস, গার্লস ইন স্কাউট, কাব স্কাউট এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দের অংশ গ্রহণে সম্মিলিত কুচকাওয়াজ, সকাল ১০টায় একই স্থানে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা। বেলা ১১.৩০মিনিটে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান, দুপুর ১২টায় উপজেলা প্রশাসন বনাম পৌরসভা একাদশে পুরুষদের ক্রীড়া প্রতিযোগিতা, বিকাল ২.৪৫মিনিটে অন্তর সিনেমা হলে দিবসের প্রামাণ্যচিত্র প্রদর্শন, বাদ যোহর অথবা সুবিধাজনক সময়ে জাতির শান্তি, অগ্রগতি এবং শহীদ মুক্তিযোদ্ধাদের আতœার মাগফেরাত কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত অথবা প্রার্থনা, সুবিধাজনক সময়ে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, সন্ধ্যা ৬.০০টায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে সাংস্কৃতিক অনুষ্ঠান। গৃহিত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফুলবাড়ীয়া থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: মোসলেম উদ্দিন এড্ভোকেট। অনুষ্ঠানমালায় স্ব-বান্ধব আমন্ত্রণ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বনানী বিশ্বাস।

এ দিকে আজ শুক্রবার বিকেলে কুচকাওয়াজ অনুষ্ঠান প্রাণবন্ত করতে উপজেলা পরিষদ মাঠে অংশগ্রহণকারীদের নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বনানী বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আজিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আখতার, থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব।