মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৫০ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার ফুলবাড়ীয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩টি গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা পরিচালনা ও বিচারকমন্ডলীর দায়িত্ব পালন করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফজিলাতুন্নেছা, মন্তোষ কুমার দেবনাথ, মো. আব্বাছ আলী, মোহাম্মদ ইকবাল হোসেন, মুঞ্জুরুল ইসলাম। উপ-কমিটির আহ্বায়ক ও উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মোবাখখারুল ইসলাম মিজান জানান, বালক-বালিকা ৩টি গ্রুপে হওয়ার কারণে ১৮জন কে পুরস্কৃত করা হবে। আজ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরুস্কার প্রদান করবেন।