সোমবার, ০৫ Jun ২০২৩, ১১:১৫ অপরাহ্ন
হাফিজুল ইসলাম স্বপন: ৪৪তম মহান বিজয় দিবস উপজেলার বিভিন্ন স্থানে উদযাপিত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার ১৩নং ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া যমুনারপাড় যুব সমাজের উদ্যোগে যুমনারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফজলুল হকের সভাপতিত্বে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহীনুর মল্লিক জীবন, অন লাইন পত্রিকা নিরাপদ নিউজের সাব এডিটর সুমেল সরকার, স্থানীয় মুক্তিযোদ্ধাসহ অন্যরা বক্তব্য রাখেন। পরিচালনায় নাজমুল কবীর। তত্ববধানে আবুল হাসান। পরে টিভি শিল্পীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।