বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩২ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর :
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকিরের মৃত্যুতে গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বুধবার (১১ মে) বাদ যোহর এক স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় আয়োজিত স্মরন সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহাম্মদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক ম, নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, জয়নাল আবেদীন, মোখলেছুর রহমান প্রমুখ। সভা শেষে মরহুমের আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।