বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৭ পূর্বাহ্ন

মনজুরুল আহসান বুলবুল বিএফইউজের সভাপতি নির্বাচিত : ফুলবাড়িয়া প্রেসক্লাবের অভিনন্দন

13876302_918580338287328_1015401580033260387_n
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের উপনির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মনজুরুল আহসান বুলবুল। শুক্রবার (২৯জুলাই) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক আবু তাহের এই ফল ঘোষণা করেন।
উপনির্বাচনে একুশে টিভির প্রধান সম্পাদক ও সিইও মনজুরুল আহসান বুলবুল, ডেইলি স্টারের সিটি এডিটর আবদুল জলিল ভূঁইয়া ও বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ অশোক চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ঢাকাসহ সারা দেশে ভোটার ছিলেন ৩ হাজার ৭৯৭ জন। এর মধ্যে ঢাকায় ভোটার ছিলেন ২ হাজার ৯৮৬ জন। মনজুরুল আহসান বুলবুল ১০৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অশোক চৌধুরী পান ৯৭৭ ভোট এবং জলিল ভূঁইয়া পান ২৭৪ ভোট। জাতীয় প্রেসক্লাবে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। মাঝখানে জুমার নামাজ ও খাবার বিরতি থাকে এক ঘণ্টা।
মনজুরুল আহসান বুলবুল এর আগে বিএফইউজের দুবার সভাপতি ও তিনবার মহাসচিবসহ দীর্ঘদিন ধরে সাংবাদিক ইউনিয়নে নেতৃত্ব দিয়ে আসছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৭ নভেম্বর বিএফইউজের দুবছর মেয়াদি কমিটিতে আলতাফ মাহমুদ সভাপতি নির্বাচিত হন। গত ২৪ জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। তার মৃত্যুতে এ পদটি শূন্য হয়। সভাপতি পদে উপনির্বাচনের জন্য ২৬ জুন তফসিল ঘোষণা করা হয়।
ফুলবাড়িয়া প্রেসক্লাবের অভিনন্দন :
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) উপনির্বাচনে একুশে টিভির প্রধান সম্পাদক ও সিইও মনজুরুল আহসান বুলবুল সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মো. আব্দুস ছাত্তার অভিনন্দন জানিয়েছেন। আগামীদিনে তাঁর নেতৃত্বে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হবে এবং তিনিই সাংবাদিকদের অধিকার আদায়ে সোচ্চার হবেন।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman