মো. নজরুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে ফেলে দেয়া আনারসের পাতা নিয়ে সংঘর্ষে দুই পরিবারের ৭ জন আহত হয়েছে। আহতদের ঘাটাইল উপজেলা স্বা¯া’্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (30জুলাই) মধুপুর-ঘাটাইল মধ্যবর্তী গ্রাম সিংহচালা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো, আ.জলিলের বড় ছেলে আ. হামিদ (৪৫), ছোট ছেলে মো. হারুন অর রশিদ (৩০) বড় ছেলে বউ শহর বানু (৪২) অপর পরিবারের মো. ফরমান আলী (৫০), ছেলে ফজলুর রহমান (৩৫), সুজন মিয়া (২০) এবং ছেলের বউ মহারানী বেগম (৩০)।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, পূর্ব শত্রুতা জের ধরে এ সংঘর্ষ বাধে। স্থানীয় আমান আলীর স্ত্রী জয়গন বেগম জানান, আমার কেনা আনারস ফল বাগান থেকে তুলে বিক্রির সময় ফলের মাথার উপরিভাগের পাতা নেয়ার জন্য দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। আ. হামিদের মা হামিদা বেগম জানান, প্রতিপক্ষরা আমার ছেলে ও ছেলের বউকে বাড়িতে টেনে নিয়ে লাঠি, রড ও কাঁচি দিয়ে মেরে গুরুতর আহত করেছে।
আপনার মতামত লিখুন :