সোমবার, ২৯ মে ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডটকম : অবৈধ অভিবাসি এখন একটি বড় সমস্যা। বিশ্বের প্রায় প্রতিটি দেশের এখন এটি একটি মাথা ব্যথার কারণ। কারণ এটি কোন দেশই পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছেনা। তাই সৌদি আরবকেও ভোগ করতে হচ্ছে এই সমস্যা। এই মাসে মদিনায় ৫ হাজার তের জন অবৈধ অভিবাসিকে আটক করেছে পুলিশ।
মদিনার পুলিশের প্রধান মেজর জেনারেল আব্দুল হাদি আল-শাহরানি বলেন, মদিনা থেকে পুলিশ বিভিন্ন দেশের অভিবাসিদের আটক করেছে যারা শ্রম ও অভিবাসন আইন লঙ্ঘন করছে। তিনি আরো বলেন, অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত অভিবাসিদের সংখ্যা গিয়ে পৌঁচেছে ১ লাখ চার হাজার সাত’শ আটাশিতে। তিনি আরো বলেন, অপরাধের মাত্রা কমানোর উদ্দেশে এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে সহযোগিতা করার লক্ষ্যে তারা এই অভিযান শুরু করেছেন। তাদের সন্দেহভাজনের তালিকায় ছিল সাধারণ কর্মী যাদের কাছে সৌদি আকামা নেই, পেশাজীবী যাদের আকামা নির্দিষ্ট না, পলাতক শ্রমিক এবং অবৈধ দোকানি। অপারেশনের সময় গ্রাম, শহরতলী সহ প্রদেশের বিভিন্ন এলাকায় ঘেরাও করে এই অভিযান চালানো হয়েছে।
সূত্র- আমাদের সময়