মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৩:৪৮ পূর্বাহ্ন

ভূল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় ভালুকায় হাসপাতাল সিলগালা

bhaluka-hospital-silgala-pictureভালুকা প্রতিনিধি : ভালুকা সদরে অবস্থিত বেসরকারী প্রতিষ্ঠান তাহমিনা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভূল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর ঘটনায় দৈনিক আমাদের সময় ও এবি নিউজ ২৪.কম সহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সচিত্র প্রতিবেদন প্রকাশের পর, বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে হাসপাতালটি সিলগালা করে ওই হাসপাতালের কর্মচারী উপজেলার মোহনা গ্রামের আনিস উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩০) কে আটক করে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আখতার। ওই সময় হাসতাল থেকে বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আখতার জানান, হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, অপারেশনসহ বিভিন্ন চিকিৎসায় ময়লাযুক্ত যন্ত্রপাতি ব্যবহার, প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনে ব্যর্থ হওয়াসহ ভুল চিকিৎসায় অহরহ রোগী মৃত্যুর ঘটনায় হাসপাতালটি সীলগালা করে বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। এ সময় হাসপালের এক কর্মচারীকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman