মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৩:১৩ পূর্বাহ্ন
আব্দুস ছাত্তার, ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : ‘ভূমি সেবা সপ্তাহ’ উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার (১০এপ্রিল) ফুলবাড়িয়া উপজেলা ভূমি প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এ্যাড. এমপি। বিশেষ অতিথি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাহমিনা আক্তার, উপজেলা চেয়ারম্যান এড. আজিজুর রহমান। সূচনা বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আখতার। বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড. ইমদাদুল হক সেলিম, উপজেলা কৃষি অফিসার ড. নাছরিন আক্তার বানু, প্রচার সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু, সহ-প্রচার সম্পাদক কেরামত আলী জিন্নাহ, সদস্য মো. মজিবুর রহমান খান, উপজেলা কৃষকলীগ সভাপতি ওসমান গনি, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কামরুজ্জামান, যুবলীগ সভাপতি মো. রুহুল আমিন, প্রধান শিক্ষক মো. আব্দুল হাই, একে.এম রুহুল আমিন, ছাত্রলীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ প্রমুখ। পরিচালনায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
এর আগে উপজেলা পরিষদ চত্বর হতে র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।