রবিবার, ০৩ Jul ২০২২, ০৭:৫১ অপরাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় (১৫ জুন ১৮ জুন) চারদিন ব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম। উপজেলা পরিষদের সামনে স্থাপিত অস্থায়ী টিকাদান কেন্দ্রে একাধিক শিশুকে একটি ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই ক্যাম্পেইন শুরু হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বিধান চন্দ্র দেবনাথ, ইপিআই টেকনিশিয়ান মো: জাহাঙ্গীর আলম, ফুলবাড়িয়া এপি’র ম্যানেজার জেমস বিশ্বাস, প্রোগ্রাম অফিসার প্রেরণা চিসিম প্রমুখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
ইপিআই সূত্রে জানা যায়, ৬মাস হতে ১১মাস বয়সী নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ১২মাস হতে ৫৯ মাস বয়সী লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়া হচ্ছে। ৬মাস হতে ১১মাস বয়সী ৬৯৭৭ জন এবং ১২মাস হতে ৫৯ মাস বয়সী ৫৬৬১৯ জন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে স্বাস্থ্য বিভাগ কাজ করছে।