বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:১৫ পূর্বাহ্ন
আমরা চলেছি যুগল স্রোতে ভেসে
জোছনার বেশে চাঁদনী রাতে
বুকের গভীরে অনিশ্চয়তার ভীড়ে
নিরুদ্দেশে, সঙ্গী তুমি সাথে।
যেখানে নেইকো চলার শেষ
পথের শেষে থাকবে কিছু রেশ,
এলোমেলো ভাবনাগুলোর সাথে
নির্যাশ, ভালোবাসা অনিঃশেষ!
চলে যাবে, চলে যেও, রেখোনা ভাবনাগুলো
যা ছিল তোমার উপহার।
মুছে যাক হৃদয় থেকে, ভেবে নেব ‘ভালোবাসা’
এ শুধু আমার অহংকার।